Alinagar School and College
Alinagar, Gomastapur, Chapainawabganj
EIIN: 124425,   Institute Code: 1902

History

History of Our Institute

একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবেলায় উন্নত জাতি হিসেবে বিশ্বে মাথা উচু করে দাঁড়াবার প্রধান অবলম্ভন হল সু-শিক্ষিত মানব সম্পদ। যে কোন দেশের এ সম্পদ উন্নয়নে অগ্রনী ভুমিকা পালন করে, সে দেশের শিক্ষা প্রতিষ্ঠান ও শিক্ষক সমাজ।  

এই বিদ্যালয়ে রয়েছে এক দক্ষ কর্মতৎপর ও বিদ্যানুরাগী পরিচালনা পরিষদ, অভিজ্ঞ শিক্ষক মন্ডলী এবং আধুনিক শিক্ষার সকল সুযোগ-সুবিধা। বিদ্যালয়টি সু-প্রাচীন উপজেলা পরিষদ সংলগ্ন যানজট ও কোলাহল মুক্ত প্রাকৃতিক পরিবেশে অবস্থিত। বর্তমান বিশ্ব প্রযুক্তি নির্ভর। ২০২১ সালের মধ্যে ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে বর্তমান গণতান্ত্রিক সরকার সচেষ্ট প্রয়াস চালিয়ে যাচ্ছেন। সে লক্ষ্যেই অত্র বিদ্যালয়ে একটি নিজস্ব ওয়েব সাইট চালু করা হয়েছে। মূলত শিক্ষক-শিক্ষার্থী এবং অভিভাবক এই তিন অনুসঙ্গের নিকট তত্ত-উপাত্ত সহজে ও দ্রুতার সহিত পৌঁছানো এবং তথ্য প্রযুক্তির সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করে শিক্ষা সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তর এবং অন্যান্য সরকারি অফিসে যোগাযোগ রক্ষা করাই এই ওয়েব সাইটের মূল লক্ষ্য। প্রতিষ্ঠান প্রধান হিসেবে আমি ওয়েব প্রোটাল এর অন্তভুক্ত হওয়ার জন্য সরকরের এই উদ্যোগে অত্যান্ত আনন্দিত এই ধরনের যুগোপযোগী প্রয়াসে সকলের সার্বিক সহযোগিতা কামনা করছি।